নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদিন ৬৩টি স্যাম্পলের রিপোর্টে ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৫৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮শ’ ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭শ’৭ জন।
উপজেলা ভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১২৪০ জন, হাইমচরে ১৭৪ জন, মতলব উত্তরে ২১০ জন,মতলব দক্ষিণে ৩০৫ জন, ফরিদগঞ্জে ৩১৩ জন, হাজীগঞ্জে ২৪৩ জন, কচুয়ায় ১০৫ জন ও শাহরাস্তিতে ২৫৯জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। সূত্র থেকে আরো জানা যায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৬৩টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ ও ৫৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে।