নিজস্ব প্রতিনিধি ॥
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে চাঁদপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, শহিদ ও আহতদের বীরত্বগাঁথা নিয়ে গল্প করলাম এটাতেই আমাদের দায়িত্ব শেষ নয়। তাদের এখন কি প্রয়োজন, সেটার দিকে আমােেদর নজর দিতে হবে। এসব বিষয়গুলো আমাদের সব সময় গুরুত্ব দিতে হবে। যারা আহত হয়েছেন, যেখানেই হউক না কেন তার সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করতে হবে। আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা না থাকলে যেখানে চিকিৎসা হবে সেখানে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গরবী হলে তার যাতায়াত ও অর্থের ব্যবস্থাও করে দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, শহীদ ও আহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরণের আর্থিক সহায়তা না আসলেও আমরা আমাদের সাধ্যমতো এসব পরিবারের পাঁশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমি নিজে যতজন শহীদের বাড়িতে গিয়েছে তাদেরকে আর্থিক ও বিভিন্ন সহযোগিতা করেছি। যারা আহত আছেন তাদের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তাদের যে বিষয়ে সমস্যা, সেগুলো আমি নিজেই সমাধানের চেষ্টা করি। ওই বিষয়টি অন্য কাউকে রেফার করি না। সুতরাং আপনারা যারা সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন, তারা সেভাবে দায়িত্ব পালন করবেন।
আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি জেনারল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবু রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খানের সঞ্চালনা করেন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বক্তব্যে বলেন, শহিদ ও আহতদের প্রত্যেকটি ঘটনাই একটি করে ইতিহাস। তাদের এসব ঘটনা পর্যালোচনা করলে ইতিহাস রচনা হবে। কারণ তার নিজের ও পরিবারের কথা চিন্তা না করে দেশের কথা এবং একটি নতুন বাংলাদেশের কথা চিন্তা করেছেন। তারা জুলাই থেকে যে আন্দোলনে অংশগ্রহণ করেছে আমাদেরকে সেই উদ্দশ্যে বুকে ধারণ করতে হবে। তাদের এই আত্মত্যাগই হবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত জাহান বিন্দু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজাহিদ শিহাব, চাঁদপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব ভূঁইয়া, বাবুরহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান শেখ, রিকশা চালক কালু হালদার ও চাকরিজীবী তরিকুল ইসলাম।