আনোয়ারুল হক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে,আর ওয়াদুদ টিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর থানা আওয়ামী লীগেন সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী।
বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে সকাল সাড়ে দশটায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনির পক্ষে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে,আর ওয়াদুদ টিপু, মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধাগোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।