চাঁদপুরে ৩ লাখের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিনিধি :

সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেছেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমরা বদ্ধপরিকর। এজন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। অসুস্থ ছাড়া সকল বাচ্চাই এ প্লাস ভিটামিন ক্যাপসুল খেতে পারবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অনেকে ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের ‘এ’ প্লাস ভিটামিনটি খেতে পারবে। এটা খুবই ভালো মানের। এটা রেনেটা কোম্পানির জার্মানি থেকে আসা। এ ভিটামিনের গুরুত্ব সকলকে বুঝাতে হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি আরও বলেন, বিশ্বের ১৫১টি দেশে বাংলাদেশ ওষুধ সরবরাহ হয়ে থাকে। করোনা মোকাবেলায় আমরা পঞ্চম হয়েছি। যারা এ ভিটামিনের আওতা থেকে বাদ পড়েছে তাদেরকে এ ভিটামিনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।

চাঁদপুর সিভিল সার্জেন কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরের ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ২১ হাজার ৬শ ৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৬ হাজার ৬শ ৫৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯শ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২ হাজার ২৩৫টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ৫০৬ জন স্বাস্থ্যকর্মী এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮০ জন কর্মীসহ মোট ৯৮৬ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলাবে।

মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী,গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, সোহেল রুশদী, রিয়াদ ফেরদৌস, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা যুবায়ের প্রমুখ।

Loading

শেয়ার করুন: