চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রতিবেদক :

মাস্ক পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে কোভিড-১৯ দ্বিত্বীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতার কার্যক্রম শুরু হয়েছে। ‌চাঁদপুর জেলা পু‌লি‌শের আয়োজ‌নে চাঁদপুরেও এ কার্যক্রমের উদ্ধোধন করা হ‌লো।

২১ মার্চ রবিবার বিকালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ বি‌পিএম (বার)। েএসময় তিনি তার বক্ত‌ব্যে বলেন, করোনা শুরুতে পুলিশ মাঠ পর্যায় কাজ করেছে। করোনায়র মানুষের মৃত্যুর পর দাফন পর্যন্ত পুলিশ করেছে। এখন করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, পূর্বের মতো সচেতনতায় পুলিশ কাজ করবে। নিজে মাক্স পরে সুস্থ‌্য থাকুন, অন্যকে মাক্স পরতে উদ্বুদ্ধ করুন। আজকে সারা দেশে পুলিশের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে। তেমনিভা‌বে চাঁদপুর জেলা পুলিশে‌র আয়োজ‌নে কার্যক্রমের উদ্ধোধন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারন সম্পাদক এএইচএম আহসান উল্লাহ,চাঁদপুর মডেল থানার ওসি মনির আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক সূফি খায়রুল আলম খোকন,পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক জামাল হোসেন, লেখক শামীম আহমেদ, ফ‌টো জার্না‌লিস্ট এ‌সো‌সি‌য়েশন জেলার সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমূখ।

Loading

শেয়ার করুন: