চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে বিএনপির সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১০ ওয়ার্ড বিএনপির ৩নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় পালপাড়া ভূঁইয়ার পেছনে বালির মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল।

এসময় তিনি বলেন, মাদক ও ভূমিদস্যুদের সাথে জড়িত কাউকে কমিটিতে রাখা যাবে না। ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের টকশো ছিল বেগম খালেদা জিয়া। সেদিন বেগম জিয়াকে ঘর ছাড়া করা হয়েছে, তবে তিনি শুধু কান্নায় বুক ভাসিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা কোন ভয় পাবেন না। আপনাদের পাশে একজন শেখ ফরিদ আহমেদ মানিক রয়েছে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ শেষ হবে গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে ভোটের মাধ্যমে। মহল্লা কমিটির মাধ্যমে মহল্লার উন্নয়ন কাজগুলো হবে। শেখ ফরিদ আহমেদ প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। সকল মানুষকে ভালবাসা দিয়ে দলে আহবান করার জন্য তিনি সকলের প্রতি আহবান করেছেন।

৩নং ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাকিব হোসেন সোহেল ও জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিজির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, ১০নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য কবির হোসেন মিয়াজি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, শহীদ ঢালী, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান সুমন মোস্তান।

পৌর বিএনপির সদস্যসচিব অ্যাড. হারুনুর রশিদ উদ্বোধকের বক্তব্যে বলেন, বিএনপি, শহিদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিককে আপনারা ভালবাসেন বলেই সম্মেলনে এসেছে। ওনারা সকলেই লোভ লালসার উদ্ধে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা অপবাধ দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়া হয়। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা একবারও কারাবরণ করেন নি। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছেন। চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প নেই। তার নেতৃত্বে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিহাদ হোসেন, পৌর ছাত্রদল নেতা প্রশান্ত সরকার।
এসময় পৌর যুবদলের সদস্য মিরণ ভূঁইয়া, পৌর ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ খান, পৌর ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মরু চন্দ্র দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Loading

শেয়ার করুন: