চাঁদপুর শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অনেক সমৃদ্ধ জেলা :  মেয়র জুয়েল

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে আনন্দঘন ও উৎসবমূখর আয়োজনে ১০ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে মেহেদী উৎসব ২০২৩। ‘মেহেদীর রঙে রাঙাবো হাত’ এই শ্লোগান সামনে রেখে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। গতকাল ৯ অক্টোবর সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসব অনুষ্ঠিত হয়।

এবারের মেহেদী উৎসবে ৩টি গ্রুপে দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি ক-গ্রুপ, একাদশ থেকে মাষ্টার্স খ-গ্রুপ এবং গৃহিনীদের জন্য গ-গ্রুপ। অংশ নেয়া প্রতিযোগীরা মেহেদী দিয়ে নিজের হাত আলপনা করেন। বিচারক মন্ডলী ৩টি গ্রুপ থেকে ৫জন করে মোট ১৫ জনকে সেরা নির্বাচিত করে তাদের ক্রেস্ট এবং সনদ প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বলেন, চাঁদপুর একটি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অনেক সমৃদ্ধ জেলা। এখানে প্রতিবছর অনেকগুলো উৎসব হয়ে থাকে। যার মধ্যে মেহেদী উৎসব অন্যতম। মেহেদী বাঙালীর সংস্কৃতির একটি অবিচ্ছেধ্য অংশ। বাঙালী সমাজে বিয়ে, ঈদ, পূজাসহ সকল উৎসবেই নারীরা মেহেদীর আলপনা করে থাকেন।

তিনি আরো বলেন, মেহেদী আলপনা নিয়ে যে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে তা প্রশংসার দাবী রাখে। আমি আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মেহেদীর আলপনার মতই আপনাদের সকলের জীবন রঙিন হোক, এই কামনা।

১০ম মেহেদী উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মো. জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে এবং নতুন কুঁড়ি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিএমএসএস চাঁদপুর প্রধান সাজ্জাদুর রহমান, চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি তপন সরকার, বর্ণাচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বার্ড চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ মাকসুদ হাসান, হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রতন বেপারী সেলিম।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার সোহেল রানা, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল, সাংবাদিক শেখ আল মামুন, কবির হোসেন মিজি, নতুন কুড়ির উপদেষ্টা অভিজিৎ আচার্যী, সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, কবি ও লেখক আশিক বিন রহিম, নৃত্য পরিচালক কাজী শাকিল প্রমুখ।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন, অ্যাড. ফারহানা সেলিনা রিয়া, অ্যাড. সালমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসরীন ইসলাম নিপা, আয়েশা রহমান শ্যামলী, চৈতী আচার্যী, মনির হোসেন মান্না।

Loading

শেয়ার করুন: