স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে মাছ বেচাকেনকে কেন্দ্র করে হামলা বাড়ি ঘর ভাংচুর। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে ভুক্তভোগী মাছ ব্যবসায়ীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে মোঃ রিপন সরদার জানান, আমার নিকট থেকে মাছ বাকি চান একই এলাকার বাসিন্দা মোঃ জুয়েল মোল্লা। বাকি দিতে আপত্তি করায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাইট দিয়ে আঘাত করে। পরবর্তীতে তাদের মাঝে বাকবিতণ্ডা ও দস্তা দস্তির ঘটনা ঘটে । এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল মোল্লা ও তার ভাগিনা রাফসান রামদা নিয়ে রিপন সরদারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় ভুক্তভোগীরা হামলার শিকার হন মোহাম্মদ রিপন সরদার তার বাবা ফজল সরদার তার ভাই মোতালেব সরদার, আহসান উল্যাহ সরদার। হামলা করে জিয়েলের বোন উল্টো ৯৯৯ এ ফোন করে বলেন বাইকে মারধর করা হয়েছে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার এসাই কুদ্দুস জানান, আমরা হামলার ঘটনাটি পরবর্তী সময়ে এসে পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।