নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে মিরপুর সোনালী অতীত ক্লাব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমিনুল হক।
তিনি বলেন, আমি চাঁদপুর স্টেডিয়ামে অনেক খেলেছি। এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। আজকে অনেক সুন্দর একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আমরা উন্মুক্তভাবে কোনো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে পারিনি। ক্রীড়াঙ্গনে দলীয়করণ করে খেলাধুলাকে ধ্বংস করে দিয়েছে। আমরা খেলাধুলাকে ধংসস্তূপ থেকে টেনে তোলার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। শহীদ জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। বিভাগীয় পর্যায়ে খেলা শুরু করেছি। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল ও ক্রিকেট লীগ শুরু করবো। আমরা পর্যায়ক্রমে এ খেলাগুলো জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ে যাবো। অন্য যে স্পোর্টসগুলো রয়েছে আমরা সেগুলোর দিকেও নজর দেবো। সকল ধরনের খেলা আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যাবো। তৃণমূল পর্যায় থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। একসময় তারা জাতীয় দলের হয়ে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যেভাবে ধ্বংস করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা খেলাধুলায় দলীয়করণ করতে চাই না।
আমিনুল হক বলেন, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। ক্রীড়াঙ্গনের জন্যে বলেন বা খেলাধুলার জন্যে বলেন, এখানের ফুটবলাররা অনেকে আমার সাথে খেলেছেন এবং আমার বড় ভাইয়ের সাথেও খেলেছেন। আমরা চাই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। ক্রীড়াঙ্গনে মাধ্যমে আমরা মাদকমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। যুবসমাজকে মাঠে ধরে রেখে ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ গড়তে পারবো। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।
চাঁদপুর সোনালী অতিত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাঁদপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং বোরহান খানের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আবদুস শুক্কুর পাটওয়ারী, দেওয়ান মো. সফিকুজ্জান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমস ছালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, শাহজালাল মিশন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর রশিদ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে খেলেন : আলফাজ, আরমান, ছাব্বির, জাকির, সুমন, সোহেল, সুজন, বেলাল, মহিন, কবিরসহ নামকরা ফুটবল খেলেয়াড়রা খেলেন।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে যারা খেলেন : জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটোয়ারী, আমিন মোল্লা, উজির, বোরহান, কাজী মাইনুল হক জীবন, রেজা, আনোয়ার হোসেন মানিক, ইউসুফ বকাউল, সোহাগ, লাবু, টুটুল চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরীসহ নামজাদা খেলেয়াড়রা।