চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪-এর আওতায় মাছ ধরায় নিষেধাজ্ঞার শেষ দিনে মেঘনা নদীতে কৃষি ব্যাংকের এজিএম মোঃ কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। একই সাথে এ অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
৩ নভেম্বর রোববার রাত ৮টায় নৌ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
তিনি বলেন, মৎস্য বিভাগকে শেষ দিনে পাশে না পেলেও আমরা ২২ দিনের মা ইলিশের অভিযানে শেষ পর্যন্ত নদীতে ছিলাম। এই শেষ দিনে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকেও জেলেদের সাথে একটি নৌকায় পাওয়ায় আটক করি এবং জিজ্ঞাসাবাদ করছি।
নৌ এসপি ২২ দিনে চাঁদপুর নৌ অঞ্চলের অভিযান প্রসঙ্গে জানান, আমরা নদী থেকে মোট ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি ইলিশ মাছ, ১১৪টি জেলে নৌকা ও ৩৪৬ জনকে গ্রেফতার করেছি। যাদের মধ্যে ১৪৮ জনের বিরুদ্ধে ৪৭টি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও ২৯টি মোবাইল কোর্টে ১৫৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
কৃষি ব্যাংকের অভিযুক্ত এজিএম মোঃ কাইয়ুম খান বলেন, আমি শখের বশে ঘুরতে গিয়ে জেলে নৌকায় জেলেদের সাথে নদীতে মাছ ধরা দেখছিলাম। নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের সাথে আমার নদীতে যাওয়া ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে এবং আমি ক্ষমা প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।