ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান জহির হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা কারাগার থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মুক্তিলাভ করেছে।
কারাবন্দিদের মুক্তির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে বাসস্ট্যাণ্ডে এসে জড়ো হয়। পরে মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের করুণ পরিনতিতে নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা সদর।
মিছিল শেষে বাসস্ট্যাণ্ডে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নান্টুসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান জহির হোসেন।