নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে দোকানপাটসহ প্রায় পঞ্চাশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও শহরের অনন্য স্থানে গড়ে উঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।