মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে দুবছরের সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে।

জানা যায়, এসআই মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আঃ বারেক হাওলাদার (পিতা- রমিজ হাওলাদার, সাং উত্তর শ্রীরামদী, নিশিবিল্ডিং টিলাবাড়ি, চাঁদপুর)কে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃত বারেক হাওলাদার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। তার বিরুদ্ধে বেশ ক’টি মাদক মামলা রয়েছে। সে পূর্বেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে গেছে। দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে বারেক হাওলাদার বেশ কিছু দিন যাবত পলাতক ছিলো। অবশেষে মডেল থানা পুলিশ তাকে আটকের জন্যে জাল পাতে, সে জালে সে জাটকা পড়ে।

উল্লেখ্য, এসআই আবদুল আলীম জেলার ৮টি থানার মধ্যে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী সবচেয়ে বেশি গ্রেফতার করে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন।

এ বিষয়ে এসআই আলীম জানান, হত্যা, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতন মামলার সবচেয়ে বেশি আসামী আটকে আমার চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।

Loading

শেয়ার করুন: