মতলব সংবাদদাতা:
মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার তার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সানজিদ ইসলামকে বেধড়ক পিটিয়ে যখম করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার সাড়ে তিনটায়। ওই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে। ছাত্র সানজিদ ইসলামের বোন সুমাইয়া আক্তার এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট মৌখিক অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থীর বড় বোন সুমাইয়া আক্তার জানান তার ভাই সানজিদ ইসলাম হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বিকেল সাড়ে তিনটার সময় বিদ্যালয়ের কক্ষে টেবিল সরাতে গিয়ে উচৃচ শব্দ হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নাসির উদ্দিন তপাদার ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী সানজিদ ইসলামকে বেধড়ক পিটান। এতে তার পিঠে হাতে ছোপ ছোপ রক্তের দাগ পড়ে রয়েছে। কোমড়ের নিচের দুই দিকেই আঘাত রয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধ সেজন্য তিনি থানায় পাঠিয়েছেন।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, আহত শিক্ষার্থীকে চিকিৎসা নেওয়ার জন্য বলেছি। পরে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।