মনিরা আক্তার মনি :
‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সততার বিশ্ব’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
সোমবার (০৮ মার্চ) সকালে উপজেলায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামানের সভাপতিত্বে ও অফিস সহকারী যুগল চন্দ্রের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া।