হাইমচর প্রতিনিধিঃ
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় হাইমচর উপজেলার সদর আলগী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটিয়াম রুমে উপজেলা যুবলীগের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের সদস্য গাজী মোঃ গনি, নজরুল ইসলাম বাদল।
বক্তারা বলেন, যারা বিএনপি জামায়াত দলকে সমর্থন করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সে দলকে বর্তমান নেতৃত্ব দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। আপনারা যারা বিএনপি জামায়াতকে সমর্থন করছেন তাদের দলের জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত।
বিএনপি-জামায়াত ও তাদের পরাশক্তি যদি আবার সেই ২০১৩-২০১৪ সালের মতো তাণ্ডব চালানোর চেষ্টা করে, সাধারণ জনগণের ওপর হামলা করে, মানুষ হত্যা করে তাহলে তাদের সেই হাত ভেঙ্গে চুরমার করে দেয়া হবে। শুধু হাইমচর নয়, সারাদেশেই যুবলীগ এর জবাব দিবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য বেনিয়ামিন গাজি, মেম্বার মোঃ শাহজাহান, মতিন মুন্সি, জুয়েল মৃর্ধাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।