স্টাফ রিপোটার ॥
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা লিগ্যাল এইড এবং চাঁদপুর বই এর মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার ( ৩০ নভেম্বর) রাতে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হক।
এসময় তিনি বলেন , নিজের দেশকে নিজেরাই গড়ে তুলতে হবে। আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। আমরা চাই নতুন প্রজন্ম আমাদের দেশের মানুষের মুখে হাঁসি ফুটাবে। যে যেই জায়গা থেকে কাজ কিংবা সমাজিক দায়িত্ব পালন করিনা কেন তা জনগণের সেবার জন্য হতে হবে।
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব (সিনিয়র সহকারী জজ) সরোয়ার জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত(২) এর বিচারক সৈয়দ তফাজ্জল হাসান হিরু, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন , জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর রশিদ, নারী ও শিশু আদালতের পিপি অ্যাড: শিরিন সুলতানা মুক্তা প্রমুখ।
এ সময়ে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত, ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহ আইনজীবী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উম্মোচন উপলক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা দায়রা জজ সহ অতিথিবৃন্দ কেক কাটেন এবং আলোচনায় অংশ নেন ।