ক্রীড়া প্রতিবেদক :
ঐতিহ্যবাহি চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সভা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার ১৬ নভেম্বর ক্লাবটির সাধারন সভার আহবান করা হয়েছিলো ক্লাবটির পক্ষ থেকে।
ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু স্বাক্ষরিত এক চিঠিতে অনিবার্য কারণে সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।
ক্লাব কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন ক্লাবের সদস্যদের নিয়ে অালাপ আলোচনা করেই ক্লাবের সাধারণ সভার তারিখ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে ।
আগামী সাধারণ সভায় ক্লাবের বিভিন্ন বিষয় সহ খেলাধুলার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সভা উপলক্ষে ৩ নভেম্বর ক্লাবের সকল সদস্যদের চিঠি দেয়া হয়েছিলো।