সৌহার্দপূর্ণ আচরণের মধ্যদিয়ে চলছে  চাঁদপুর ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা

জসিম উদ্দিন:

শেখ হাসিনা সরকারের পতনেরপর সারাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে যখন চলছে ধ্বংস লিলা। দুর্নীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন চেয়ারম্যান-মেম্বাররা হয়েছেন এলাকা ছাড়া। ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে চাঁদপুরের ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এক ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে। যেখানে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ আচরণের মধ্যদিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব মেম্বারদের উপস্থিতিতে চলছে নাগরিক সেবা। উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে দেখা গেছে এমন চিত্র।

ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, নিজ ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলসহ সংশ্লিষ্টরা। নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহিতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন সকলে।

স্থানীয় বিএনপি নেতা মাইনুদ্দিন বিটু পাটওয়ারী, ছাত্রদলনেতা রাজু হোসেনসহ আরো অনেকেই বলেন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে ভোট প্রদানের মাধ্যমে তাদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলকে নির্বাচিত করেছেন। চেয়ারম্যানের মাধ্যমে নাগরিকা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন। তাই তাদের ইউনিয়ন পরিষদের কেউ ক্ষতি করতে পারেনি। স্থানীয়রা সবাই ঐক্যবদ্ধ আছে, কেউ পরিষদের কোন প্রকারের ক্ষতি করতে পারবেনা।

স্থানীয় ইউপি সচিব বিমল চন্দ্র সাহা বলেন, স্থানীয় জনগনের সৌহার্দপূর্ণ হওয়ার কারনে পরিষদের কোন ক্ষতি হয়নি। আমরা আমাদের পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন, একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনেরপর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।  সম্প্রতি দেশের বিভিন্ন ইউনিয়নে হামলা ভাংচুর হয়েছে। কিন্তু আমার ইউনিয়নের বাসিন্দারা সচেতন হওয়ায় কোন ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়নি। যারা আমার পরিষদের শুভাকাঙ্খির পরিচয় দিয়েছেন, সকলের প্রতি আমি কতৃজ্ঞ।

এসময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা চেয়ারম্যানের সাথে খোশগল্পে মেতে উঠতে দেখা যায়।

Loading

শেয়ার করুন: