কচুয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

কচুয়া প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়ায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ পাঙ্গনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ওয়ামীলীগ,পৌরসভা,কচুয়া প্রেসক্লাব,সরকারি ও বেসরকারি এবং দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজেন পরিষদ মিলনয়াতনে আলোচনা সভা,সাংস্কৃতি অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন,জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম খলিল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাবেক সভাপতি মানিক ভৌমিক,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জাকির হোসেন বাটা,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আব্দুর জাব্বার বাহার,সদস্য মজিবুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.শাহ জালাল প্রধান জালাল,শ্রমিক লীগের সভাপতি মো.জাহাঙ্গীর হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,দলীয় সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচান শেষে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: