জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী যা বললেন

মেঘনাবার্তা রিপোর্ট:

জাতির উদ্দেশ্যে দেয়া ভাসনে প্রধানমন্ত্রীর দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন । বক্তব্যে তিনি বলেন, দেশের এই দু:সময়ে নিন্মমধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের জন্যে ৭৬০ কোটি টাকার নগদ সহায়তা দেয়া হবে।।

প্রধানমন্ত্রী বলেন, মৃত্যু ঝুকি নিয়ে কাজ করা ডাক্তার নার্সসহ স্বাস্থ্য কর্মীদের জন্যে ১০০ কোটি টাকার প্রণোদনা দেয়া হবে।দূর্যোগ মোকাবেলায় বাড়তি ২ লাখ টন ধান ক্রয় করা হবে।

করোনার ঝুঁকি মোকাবেলায় ৩ অর্থবছরের আর্থপিক রিকল্পনা গ্রহণ করা হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, দায়িত্ব পপালনকালে কেউ করোনায় আক্রান্ত হলে তাদের প্রত্যেককে ৫ থেকে ১০ লাখ টাকার বীমা সসুবিধা দেয়া হবে।
দারিদ্রদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ করেছেন।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন,আপনারা আতঙ্কিত না হয়ে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। বাড়িতে বসে নববর্ষ পালনের আহ্বান জানান শেখ হাসিনা।

Loading

শেয়ার করুন: