আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হলেন এম. ইসফাক

 

নিজস্ব  প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইসফাক আহসান (সিআইপি) বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ২৪ জুলাই সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদন করেন।

এম ইসফাক আহসান কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নেতাকর্মীরা আনন্দিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানান। এম ইসফাক আহসান চাঁদপুর-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সম্মানিত করেছেন এই পদ দেওয়ার মাধ্যমে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই সম্মান রাখতে পারি।

 

Loading

শেয়ার করুন: