কচুয়া প্রতিনিধি ॥
শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কচুয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারী শিক্ষা বেড়েছে। নারী পুরুষ বৈষাম্য কমেছে। বেড়েছে শিক্ষার হার। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ফলে মানুষের আত্ম-বিশ^াস ও সক্ষমতা বেড়েছে। সারা দেশের ন্যায় কচুয়ার প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে।আমি বিগত ৩০ বছর যাবত কচুয়ার উন্নয়নে কাজ করে আসছি। কেউ জনপ্রতিনিধি হতে চাইলে আগে জনগনের কল্যানে কাজ করতে হবে। নিজেদের আখের গোছানের রাজনীতি কচুয়ার মানুষ কখনও সমর্থন করবেনা।
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারও সমর্থন দিয়ে দেশের উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. ডা: আবদুল কাদেররর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য নাছির উদ্দিন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুজ্জামান, আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েলা হাবীব,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগ প্রিন্স মানিক প্রমূখ। এসময় প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর আইনগিরি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধ্বমূখী ভবনের শুভ উদ্বোধন এবং আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
একই দিন বিকেলে উজানী হাজী আমির উদ্দিন আলোকজান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কাজী জাহিরুল ইসলামের সভাপতিত্বে আওয়মী লীগ নেতা জাফরুল হাসান খোকনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা ।
এসময় প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর হাজী আমির উদ্দিন আলোকজান উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবন ভবনের শুভ উদ্বোধন করেন।