ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো নবাগত দল টিম ডাকাতিয়া। ফাইনালে আবহানীকে ৩৪ রানে হারিয়ে প্রথম বিভাগ (প্রিমিয়ার ক্রিকেট) লীগের শিরোপা (২০২৩-২৪) গড়ে তুলল টিম ডাকাতিয়া দলটি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ জুন শনিবার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া সাম্প্রতি সময়ের সবচেয়ে বড় হুমকি। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে এটা কম নয়। আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ক্লাব ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। আমাদের ক্লাবগুলো জিমিয়ে পড়ছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের আগামীর পরিকল্পনা মোতাবেক খেলাগুলো সম্পন্ন করা হবে
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিসিবির সদস্য অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সিনিয়র সহ – সাধারণ সম্পাদক
আলহাজ্ব তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম , বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য রোটারিয়ান শরীফ মোঃ আশ্রাফুল হক, টিম ডাকাতিয়ার মালিক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী , জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপকমিটির সাধারণ সম্পাদকের অ্যাড: নুরুল আমিন খান আকাশ, ভাই ভাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব জাকারিয়া ভুইয়া বতু, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান সহ অন্যান্যরা।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে টিম ডাকাতিয়া নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান করে।পরে জবাবে আবাহনী ক্রীড়া চক্র ৩৬ ওভারে ১০৭ রানে অলআউট হয়। ৩৪ রানে জয়লাভ করে টিম ডাকাতিয়া। ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন টিম ডাকাতিয়ার ফজলে রাব্বি। প্রিমিয়ার ক্রিকেট লীগে মোট ৮ টি দল অংশ নিয়েছিলো।