আমার বিরুদ্ধে কোনো মিথ্যাচার প্রচারে নৌকার বিজয় ঠেকাতে পারবেনা : দীপু মনি

 স্টাফ রিপোর্টার   ঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর – ৩ আাসনে ( চাঁদপুর সদর – হাইমচর ) বাংলাদেশ আওয়ামী মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ দীপু মনি কে নৌকা মার্কার সমর্থনে গত ২৪ ডিসেম্বর রবিবার রাতে কদমতলা রোডস্হ এমপির বাসভবনে চাঁদপুরের নাগরিক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলহাজ্ব ডাঃ দীপু মনি তিনি তাঁর বক্তব্যে  বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও চাঁদপুরের  অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকায় ভোট দিবেন। আপনাদের মূল্যবান ভোট প্রদানে বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছি। আমি আপনাদের কাছে চিরঋণী, আপনারা আমাকে সংসদ সদস্য  বানাইয়েছেন, আপনাদের ভালোবাসা – পেরণা আমার শক্তি। আমার বিরুদ্ধে কোনো মিথ্যাচার প্রচারে নৌকার বিজয় ঠেকাতে পারবেনা
নাগরিক কমিটির সাথে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, হাফেজ আহমেদ, ডাঃ মুস্তাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির  সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ জহির , জেলা ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এ এস এম সহিদুল্ল্যাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাসুদ আহমদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবু, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ,  পুরান বাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুপুর বিশ্বাস, অ্যাডভোকেট রুমানা আফরোজ, হাজীগন্জ ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লাহ।
 এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, পুরান বাজার ডিগ্রি কলেজের রতন কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন,  চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, সাধারণ সদস্য মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন সহ শিক্ষক, চিকিৎসক,  আইনজীবী, ব্যাবসায়ী সকল পেশাজীবিগন।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

Loading

শেয়ার করুন: