ইএএলজি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে গনশুনানী

নিজস্ব প্রতিনিধি :

জবাবদিািহ মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর বুধবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদেও আয়োজনে জনপ্রতিনিধি,শিক্ষক ,সাংবাদিক,সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে গনশুনানী অনুষ্ঠিত হয়।

প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে গনশুনানীতে অংশ গ্রহনকরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার,উজানী উচ্চ বিদ্যলয়ের শিক্ষক আবুল খায়ের,ই্উপি সচিব মফিজুর রহমান,সমাজ সেবক নাট্যকার জাফরুল হাসান খোকন।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আলী আশ্রাফ,সোহরাব হোসেন, ফখরুল ইসলাম মিন্টু,আলমগীর হোসেন,উপ-সহকারি প্রানিসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান, উপ-সহকারি কৃষিকর্মকর্তা কার্তিক চন্দ্র নন্দী.ইউনিয়ন স¦স্থ্য ও পরিবার কল্রান কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক প্রলয় সুত্রধর ,ইউনিয়ন পরষদের হিসাব সহকারি মো: আলমগীর হোসেন,এলাকাবাসী আবুল হোসেন সরকার,নাজমুল মজুমদার, আবু হানিফ প্রমূখ।

বক্তা ও বিভিন্ন শ্রেণিপেশাজিবির লোকজন স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের আওতায় উন্নয়ন ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা বিষয়ে জানতে চান এবং এ ইউনিয়ন পরিষদে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার পরার্মশ প্রদান করেন ।

Loading

শেয়ার করুন: