ইকরা মডেল একাডেমিতে শেখ রাসেলের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার সংলগ্ন ইকরা মডেল একাডেমিতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন হয়েছে। মঙ্গলবার একাডেমির ক্যাম্পাস-১ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আনন্দ রেলি, বৃক্ষ রোপন কর্মসূচী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটু। দোয়া মোনাজাত করেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

একাডেমীর অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা,রুমা আক্তার, ফিরোজা বেগম, সহকারী শিক্ষক নাজমুন নাহার, ফারজানা আশ্বাদ রাহা, রেজাউল করিম, রহিমা আক্তার, শাহিনা খানম, শিল্পী রানী, আল-আমিন, জাহিদ হোসেন ও মোঃ ফয়সাল সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

Loading

শেয়ার করুন: