ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে ফের নদীতে জেলেরা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে পদ্মা-মেঘনার জেলে পল্লীতে দম ফেলার ফুরসত নেই কারও। ইলিশ পাবার আশায় জেলেরা নদীতে বিচরণ করছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্য শ্রমিকদের মধ্যেও।

হরিণা মৎস্যঘাটের গুল্টি জালের জেলে বশির মিয়া বলেন, পোলাপান লইয়া খুব কষ্টে দিন কাটাইছি। এবার সিজন ভালো যায় নাই। নিষেধাজ্ঞা শেষ অইছে, এহন আবার নদীতে যাচ্ছি। আল্লায় যদি কিছু মাছ দেয়। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাট আবার সরগরম জেলে ও ইলিশ ব্যাপারীদের পদচারণায়।

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ২২দিন পর আবারো জেলেরা সাগর নদীতে মাছ শিকারে যাবে। আশা করি তারা কাক্সিক্ষত মাছ শিকার করতে পারবে এবং তাদের সচ্ছলতা ফিরবে। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুরের প্রায় ৫০ হাজার জেলেকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান এবার ভালো হয়েছে।

Loading

শেয়ার করুন: