ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলা শাখার ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় আন নূর ইসলামিয়া মাদ্রাসায় এ ক্লাস উদ্বোধন করেন স্বপ্নপূরীর কেন্দ্রীয় কমিটির শিল্পী প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রধান পরিচালক হাফেজ আশরাফুল ইসলাম। এ সময় আন নূর ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলামকে চাঁদপুর জেলার শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন স্বপ্নপূরী শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলা শাখার প্রধান পরিচালক নাশিদ শিল্পী হাফেজ সাব্বির আহমদ।

তিনি বলেন, স্বপ্নপূরী শিল্পী গোষ্ঠীদের মাধ্যমে কোমলমতি শিশুদের চাঁদপুর শাখায় তিন মাস ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতি সপ্তাহে দুইদিন ক্লাস নেয়া হয়। এর মধ্যে স্পেশাল ক্লাস প্রতি বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ১২/৪৫ মিনিট। আর ২য় ক্লাস প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত । এই সংগঠনের ইউটিউব চ্যানেলে প্রতি নিয়ত গজল রিলিজ করা হয়। আবৃত্তি উপস্থাপনা ও নাশীদের আধুনিক কলাকৌশল , বিশুদ্ধ বাংলা উচ্চারণ, অনুষ্ঠান উপস্থাপনা, প্রবন্ধ পাঠ, জিহ্বার জড়তা দূর করার ব্যায়াম, নাশীদের কলাকৌশল, তাল, লয় ও স্কেলের সঠিক পরিচয়। সঠিক নিয়মে রেকর্ডিং দেওয়ার সিস্টেম শেখানো হয়।

Loading

শেয়ার করুন: