উঠতি বয়সীদের কাছে সাউন্ড সিস্টেম ও পিকআপ ভ্যান ভাড়া দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে : পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে কিশোর ও তরুণ যুবকরা রাস্তা ঘাটে বিকট আওয়াজে শব্দ দূষণ করে। তাদের এ আচরণে জনসাধারণের কষ্ট হয়। উচ্চ আওয়াজে রোগী ও বয়স্কদের সমস্যাটা বেশি হয়। গত বছরের মতো এ বছরও উঠতি বয়সীদের কাছে সাউন্ড সিস্টেম ও পিকআপ ভ্যান ভাড়া দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। সে সাথে নৌ-পথে এমটি হলে নৌ-পুলিশ পাড়ি ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

৯ জুন রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভায় পুলিশ সুপার এ কথা গুলো বলেন। এছাড়া ওই সভায় ঈদ ঘিরে ঈদের নামাজ, পশুর হাট, চামড়া সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আ

Loading

শেয়ার করুন: