ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

মাসুদ রানা :

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, তিনি তাঁর বক্তব্যে বলেন ১৯৭১ সা‌লে ঐ‌তিহাা‌সিক রেস‌কোর্স ময়দা‌নে বর্তমা‌নে সরোয়ার্দি উদ‌্যা‌নে ৭ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষন দি‌য়ে‌ছি‌লেন সেই ভাষ‌নেই স্বাধীনতার ঘোষণা পে‌য়ে‌ছে। সে‌দি‌নের ১৮ মি‌নি‌টের ভাষন শু‌নে বাঙ্গালী জা‌তি সে‌দিন পাক হানাদার বা‌হিনীর বিরু‌দ্ধে দেশ মাতৃকা‌কে স্বাধীন কর‌তে মু‌ক্তিযু‌দ্ধে ঝা‌পি‌য়ে প‌রেন। আজ বঙ্গবন্ধুর  ৭ ই মার্চের ভাষন ইউ‌নেস‌কোর শ্রেষ্ঠ ভাষণ হি‌সে‌বে স্বীকৃ‌তি পে‌য়ে‌ছে। আমা‌দের‌কে নতুন প্রজ‌ন্মের কা‌ছে সঠিক ই‌তিহাস তু‌লে ধর‌তে হ‌বে। সে‌দিন মু‌ক্তিকামী মানুষ পা‌কিস্তানী হানাদার‌দের বিরু‌দ্ধে মু‌ক্তিযু‌দ্ধের মাধ‌্যমে স্বাধীনতা অর্জন ক‌রে। আমা‌দের স্বাধীনতা, মান‌চিত্র ও পতাকা নি‌য়ে স্বরযন্ত্র চল‌ছে। তারা আওয়ামী লীগ সরকারকে মেনে নিতে পারছে না, শেখ হাসিনার সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না। এখনো  পাকিস্তানের প্রেতাত্মা জামাত শি‌বির সহ বিএন‌পি  সরকার‌কে বেকাদায় ফেল‌তে ষড়যন্ত্রের লিপ্তে  কাজ ক‌রে যা‌চ্ছে। তাই আমা‌দের সদাসর্তক থাক‌তে হ‌বে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট  মজিবুর রহমান ভূইয়া,কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ দপ্তর সম্পাদক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী।

চাঁদপুর  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য সচিব আঃ হান্নান সবুজেরে সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  অ্যাডভোকেট হেলাল হোসেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক  মোহাম্মদ আলী মাঝি, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার আবুল কালাম আজাদ, সদর উপজেলা  জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহ আলম ঝুটন

সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হাওলাদার, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম, জেলা মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, চাঁদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল বেপারী প্রমূখ।

সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সকাল ৯ টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: