কচুয়ায় ইউনানী কারখানায় জেলা ঔষধ প্রশাসনের অভিযান

 

 

কচুয়ায় একটি ইউনানী ঔষধ কারখানায় উপজেলা প্রশাসন এবং জেলা ঔষধ প্রশাসন অভিযান চালিয়েছে। অভিযানে মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাস্ট্রিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এর মালিককে সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ।

অভিযানে নেতৃত্ব দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছিন।

জানা যায়, কচুয়ার তেতৈয়া খিড্ডা গ্রামে অবস্থিত হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাস্ট্রিতে উৎপাদন কর্মকর্তা এবং মান নিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়াই এখানে ইউনানী ঔষধ তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন এবং জেলা ঔষধ প্রশাসনের উক্ত দুই কর্মকর্তা সেখানে অভিযান চালান। তাঁরা অভিযানে গিয়ে দেখেন, উৎপাদন কর্মকর্তা এবং মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ছাড়াই চারজন মহিলা শ্রমিক দিয়ে ঔষধ উৎপাদন করা হচ্ছে। তখন সেখানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক হচ্ছেন মোঃ মোবারক হোসেন। তার সাথে ভ্রাম্যমাণ আদালত যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঢাকা রয়েছেন। তাদেরকে ঔষধ তৈরি করতে বলা হয় নি। অপরদিকে নারী শ্রমিকরা বলেন, তারা মালিকের নির্দেশই ঔষধ তৈরি করছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মালিককে সতর্ক করে দেন।

Loading

শেয়ার করুন: