কচুয়ায়  ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫শ ৪২ জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করেছেন।

এতে অভিভাবক সদস্যপদে ২০৯ ভোট পেয়ে আলী আরশাদ প্রথম, ২০২ ভোট পেয়ে রনজিৎ সরকার দ্বিতীয়, ১৯৩ ভোট পেয়ে আবু নাঈম ভূঁইয়া তৃতীয় ও ১৮৭ ভোট পেয়ে মো. ফরহাদ হোসেন চতুর্থ স্থান হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা। এসময় বিদ্যালয়ের সভাপতি জি.এম আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্চন দাস, বিদ্যালয়ের দাতা সদস্য মো. জহিরুল ইসলাম মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: