কচুয়া প্রতিনিধি ॥
‘দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চ¦ত্তরে এ র্যালী বের করা হয়। এসময় উপজেলা পরিষদ এলাকায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অগ্নিকান্ড নিবারনে বিভিন্ন কৌশলাদী প্রদর্শন করেন।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, ইউপ চেয়ারম্যান আব্দুস সামাদ সওদাগর, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।