কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় পানিতে ডুবে মাহির হোসেন (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খিড্ডা গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মাহির হোসেন ওই গ্রামের প্রবাসী মো. হাসানের পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বুধবার বাড়ির অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলার এক পর্যায়ে অগচরে একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খোজাঁখুজি করে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Loading

শেয়ার করুন: