কচুয়ায় মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক হানিফ কাজীর রাজকীয় বিদায় সংবর্ধনা

 

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মো: আবু হানিফ কাজীকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমানের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারি সমিতির সভাপতি মো: শহীদ উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান। বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মো: আবু হানিফ কাজী। বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাদিপুরা-চাঁপদুর এম.এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন, বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: মনির হোসেন, মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস ও ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেনসহ আরো অনেকে। পরে ফুলের সুসহ্যিত গাড়িতে করে রাজকীয়ভাবে তাকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট সংলগ্ন মুন্সির হাটে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়। মো. আবু হানিফ কাজী চাকুরী কালে নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালন করে আসায় তাকে এ বিরল সংবর্ধনা দেয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

Loading

শেয়ার করুন: