কল‌্যাণপুর ইউ‌নিয়ন ও পৌর এলাকায় দীপু ম‌নির  গণসং‌যোগ

নিজস্ব প্রতিবেদক:
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লী‌গ ম‌নো‌নিত নোৗকা প্রতী‌কের প্রা‌র্থি  শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি বিরামহীন প্রচার প্রচারনার চা‌লি‌য়ে যা‌চ্ছেন। নিবূাচনী প্রচারনার ধারা‌বা‌হিকতায় গতকাল রোববার  সকাল ৯টা থে‌কে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপ‌জেলার ক‌ল‌্যাণপুর ইউ‌নিয়ে‌নের কল‌্যান্দী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়. ডাসদী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়. ম‌মিন মেম্বা‌রের বা‌ড়ির উ‌ঠোন বৈঠক, না‌জির গাজীর বা‌ড়ির?উ‌ঠোন বৈঠক, বাবুরহাট বাজা‌রে গণসং‌যোগসহ বেশ ক‌য়েক‌টি পথসভা ক‌রে‌ছেন। এসময় দীপু ম‌নি ব‌লেন, আপনারা বারবার ভোট দি‌য়ে‌ছি‌লেন বলেই আ‌মি আপনা‌দের সেবা কর‌তে পে‌রেছি।‌ ;চাঁদপু‌রে অপার সম্ভাবনা র‌য়ে‌ছে। এ চাঁদপুর একসময় ব‌্যবসা ও শি‌ল্পের জনপদ ছিল, সেই ঐ‌তিহ‌্য আমরা হা‌রি‌য়ে ফে‌লে‌ছি। অতীত ঐ‌হিত‌্য ফির‌ি‌য়ে আন‌তে এক‌টি বি‌শেষ অর্থনৈ‌তিক অঞ্চল দরকার। অর্থনৈ‌তিক অঞ্চল গ‌ড়ে ওঠ‌লে হাজার হাজার মানু‌ষের কর্মসংস্থান হ‌বে। আমা‌দের শহর রক্ষা বাঁধ ৭২ সালে করা হ‌য়ে‌ছিল এরপর আর স্থায়ী বাঁধ হয়‌নি। প্রধানমন্ত্রী ৮২৭ কো‌টি টাকার উপর বরাদ্দ দি‌য়ে‌ছেন স্থায়ী বাঁ‌থের জন‌্য।  আধু‌নিক নৌ বন্দ‌রের কাজ শুরু হ‌য়ে‌ছে।
নৌকা মার্কা উন্নয়‌নের প্রতীক উ‌ল্লেখ ক‌রে দীপু ম‌নি ব‌লেন,  আপনারা নৌকায় ভোট দি‌লে প্রধানমন্ত্রী হ‌বেন শেখ হা‌সিনা, উন্নয়ন অব‌্যাহত থাক‌বে গত ১৫ বছ‌রের দি‌কে তা‌কি‌য়ে দেখুন বর্তমান সম‌য়ে দেশের প্রতি‌টি অঞ্চল কতটা আমূল প‌রিবর্তণ হ‌য়ে‌ছে।  বঙ্গবন্ধুর মে‌য়ে ব‌লেই দে‌শের মানু‌ষের কথা সব সময় ভা‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দে‌শের যোগা‌যোগ ব‌্যবস্থায় আজ এক অভূতপূবং উন্নয়ন ঘ‌টে‌ছে। মে‌ডিকেল ক‌লেজ, জাইমচ‌রে বি‌শেষ অর্থনৈ‌তিক অঞ্চল, মে‌রিন একা‌ডেমি, বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব বিদ‌্যালয়সহ আমার প্রত্যেক‌টি অঞ্চ‌লে  রাস্তাঘাট, স্কুুর ক‌লেজ মস‌জিদ, ম‌ন্দির, মাদ্রাস সবার ঘ‌রে ঘ‌রে বিদ‌্যুৎ, সবার হা‌তে হা‌তে মোবাইল। বর্তমান সরকার মোবাই‌লের মাধ‌্যমে সেবা সবার হা‌তে হা‌তে পৌ‌ছে দি‌য়ে‌ছে।
কল‌্যাণপুর ইউ‌নিয়নে প্রচারণা শে‌ষে বি‌কে‌লে  চাঁদপুর পৌর এলাকার বেশ ক‌য়েক‌টি ওয়ার্ড, সন্ধ‌্যায় আইনজীবী ও শীল স‌মি‌তির নেতৃবৃ‌ন্দের সাথে মত‌বি‌নিময় ক‌রেন।
এসময় জেলা আওয়ামী লী‌গের সহ  দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট রন‌জিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী বেপারী,  বাংলা‌দেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য জাফর ইকবাল মুন্না, কেন্দ্রীয় যুবলী‌গের সহ সম্পাদক ও  চাঁদপ‌ুর জেলার নির্বাচন পরিচালনা ক‌মি‌টির সদস‌্য স‌চিব সাইফুল ইসলাম শাহীন, জেলা কৃষক লী‌গের আহবায়ক আ‌জিজ খান বাদল, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা‌সেবক  লী‌গের সভাপ‌তি হেলাল হো‌সেন, সদর উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক হুমায়ান ক‌বির স‌ুমন, জেলা ছাত্রলীগের সভাপ‌তি জ‌হির উ‌দ্দিন মি‌জি, সাধারন সম্পাদক সদ্দাম হো‌সেন ছাড়াও কল‌্যাণপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান শাখাওয়াত হো‌সেন র‌নি পাটওয়ারী, ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুল আ‌জিজ খান দুদু, যুগ্ম সাধানন সম্পাদক ফ‌রিদ খান, এম এম কামাল, যুব লী‌গের আহবায়ক  গাজী শাহাবু‌দ্দিন, যুগ্ম আহবায়ক এস এম সুমন, স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি জামাল গাজী , সাধারন সম্পাদক দীন ইসলাম বাবু, ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি জোৎসা বেগম, সন্ধ‌্যা রানী, যুগ্ম সম্পাদক আ‌মেনা বেগম, ছাত্র লী‌গের আহবায়ক ওমর ফারুক সুমন উপ‌স্থিত ছি‌লেন।

Loading

শেয়ার করুন: