স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার ২০২৩ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন হলরুমে কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচরের আয়োজনে মতবিনিময় সভায় উক্ত এসোসিয়েশনের সভাপতি হাইমচর আইডিয়াল স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইমচর মডেল স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।
তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সকলকে চারিদিকে নজর রেখে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন। আমরা সবসময় সকলে ঐক্যবদ্ধ ও এক হয়ে কাজ করবো।
তিনি আরও বলেন আমাদের যতগুলো কিন্ডারগার্টেন রয়েছে এগুলো কে দ্রুত রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারি তালিকাভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি আমাদের কেজি স্কুলগুলোর প্রতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস বি সবুজ ভদ্র, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, মতলব দক্ষিণ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল জাহান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আঃ লতিফ মাস্টার, জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ মোঃ আলম হোসাইন, নেকসা মডেল স্কুল প্রধান শিক্ষক আল মামুন, উদয়ন একাডিমি প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, শাহ সুফি কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধানগণসহ গন্যমান্যবর্গ।