নিজস্ব প্রতিবেদক ॥
মহান স্বাধীনতা যুদ্ধের ২ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পাঠান বাহিনীর প্রধান অনারারী ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠান (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি হাজীগঞ্জ উপজেলার অলিপুর পাঠান বাড়ির মৃত আবদুল গনি পাঠানের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান,নাতী নাতনীসহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন। মরহুমরের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শনিবার (২৭ জানুয়ারী) বিকালে রাজধানীর জুরাইনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
এ দিন রাত ৮ টায় জুরাইন এলাকার মসজিদে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরের অলিপুরে নিয়ে আসা হবে। রোববার (২৮ জানুয়ারী) সকাল ১০ টায় মরহুমের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান অলিপুর উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান পরবর্তী সময়ে ২য় জানাজা শেষে অলিপুর পাঠান বাড়ির পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। ঊল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার অনারারী ক্যাপ্টেন ও পাঠান বাহিনীর প্রধান জহিরুল হক পাঠান ছিলেন, পাক বাহিনীর কাছে এক আতঙ্কের নাম। যুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধাদের কাছে তিনি ছিলেন বিশ্বস্থ সাহসী আর শক্ত মনোবলের এক যোদ্ধা। তিনি হাজীগঞ্জের বিস্তৃর্নী এলাকায় মুক্তিবাহিনীকে নেতৃত্ব দিয়েছন।