ঘুণিঝড় মোখা: চাঁদপুর থেকে সব নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকুলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণ করা হয়েছে। ১২ মে শুক্রবার রাত ১১টায় এ নির্দেশনা দেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোখার জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে ফেলেছে। আর এই ৮ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকুল অতিক্রম করবে।

এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ছোট বড় সকল লঞ্চ চলাচল আরও আগে থেকেই আতঙ্ক বাড়ায় বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদীতীরবর্তী আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর নৌরুট হতে ছোটবড় ২৪টি লঞ্চ নিয়মিত চলাচল করে থাকে।

Loading

শেয়ার করুন: