চাঁদপুরে আইনজীবী ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী পালিত 

স্টাফ রিপোটার  :

মহান স্বাধীনতার ঘোষত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ মে )  দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের আয়োজনে এ মিলাদের আয়োজন করা হয় ।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

মিলাদে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের সভাপতি অ্যাড:  শরিফ মাহমুদ ফেরদৌস  শাহিন,  সাধারণ সম্পাদক অ্যাড: এজেড এম রফিকুল হাসান রীপন, সাংগঠনিক সম্পাদক  অ্যাড: কামাল হোসেন ,  সাবেক সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য  অ্যাড:  বাবর বেপারী, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড:   জাহাঙ্গীর আলম , জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক  অ্যাড: নুরুল আমিন খান আকাশ, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাড: জসিমউদ্দিন ( মেহেদী হাসান) ,  দপ্তর সম্পাদক অ্যাড: আলম খান মঞ্জু, ফোরামের নেতা অ্যাড:   আব্দুল্লাহ হিল বাকী, অ্যাড: মাইনুল ইসলাম, অ্যাড: ইমাম হোসেন টিটু, সহ সমিতির সাবেক সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ অন্যান্য আইনজীবীগন।

Loading

শেয়ার করুন: