চাঁদপুরে এসএসসি’৮৬ ব্যাচের ইফতার মাহফিল

 

 

স্টাফ রিপোর্টার ॥

পবিত্র মাহে রমাদান উপলক্ষে এসএসসি-১৯৮৬ ব্যাচ বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চাঁদপুর শহরের তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং সেন্টারের ৩য় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর পূর্বে বাসাস্ট্যান্ড এলাকায় রিক্সা, অটোরিক্সা ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসএসসি-৮৬ বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনের পরিচালনায় ইফতারপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, প্রথম আলো চাঁদপুরের প্রতিনিধি আলম পলাশ, মো. মনির হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, এস এম মোরশেদ সেলিম, জাকির হোসেন মিয়াজি প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলম মিয়াজী, কামরুল আহসান পাটওয়ারী, মুজাম্মেল হক চৌধুরী, শাহ আলম, বিটন পাটোয়ারী, আব্দুল গণি, মির্জা জাকির, শেখ রফিকুল ইসলাম, মোস্তফা তালুকদার, বেগম নূরে হাসনা, গোলাম হোসেন টিটু, সাইফুদ্দিন তালুকদার, কাজী সেরে আলম রিপন, গিয়াস কবির, মোস্তাফিজুর রহমান, কালাম গাজী, মাজহারুল করিম সুমন, এম আই মমিন, আবুল হাসানাত আরিফ, কামরুজ্জামান কামাল, শহিদুল ইসলাম জুয়েল, আলি আহমেদ সুমন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মনির হোসেন, আলাউদ্দিন মাস্টার, শাহ আলম পালোয়ান, আরিফ হোসেন মিজি, আবু জাফর গাজী, ফারুক মজুমদার, মোহাম্মদ আলী জিন্না, আব্দুল আজিজ মিয়াজী, মোসলেহ উদ্দিন, বেলাল হোসাইন, জহিরুদ্দিন হিন্দাল, ডা. এম আর কে মাসুদ, নাসির উদ্দিন তপাদার, রুহুল আমিন মাস্টার, মুজিবুর রহমান শেখ, মোস্তফা কামাল, গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ রোজি বেগম, হাবিব মাস্টার, রহিম আলী, কালাম তালুকদার, শাহ আলম ডাক্তার, নূর হোসেন খান, ওমর খান, ফিরোজা আলম পাটোয়ারী, মাসুদ খান, শামীম পাটোয়ারী, জহিরুল ইসলাম।

সব বন্ধুর বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সুস্থতার জন্য ও মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন: