চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৬ হাজার ৫ শ’২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে

মেঘনা বার্তা রিপোর্ট ॥

সারা দেশের ন্যায় চাঁদপুরেও আজ রোববার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, চলতি ২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুরে এসএসসি ও সমমানের ৭৪ টি কেন্দ্রে ৩৬ হাজার ৫ শ’২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে এসএসসি (সাধারণ ) ৪৫টি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও ১৯ টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭ শ’৪৩ জন এবং কেন্দ্র ১৭ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ ৭১ জন।

চাঁদপুরের ৮ উপজেলায় এসব পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কেন্দ্র সচিবদের নিয়ে বৈঠক করেছেন।এসব বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সার্বিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬টি কেন্দ্রে ৫ হাজার ৫শ’ ৯৫ জন। দাখিল পরিক্ষায় ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৭ জন,ভোকেশনাল ১টি কেন্দ্রে ২শ ১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ফরিদগঞ্জ উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৩ হাজার ৬শ ২৪ জন। দাখিল পরিক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৭শ ৭৭ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১শ ৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৮শ ২২ জন। দাখিল পরিক্ষায় ১টি কেন্দ্রে ৩শ ৫১ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ২শ ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

হাজীগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৩হাজার ৮শ ৮৭ জন। দাখিল পরিক্ষায় ৩টি কেন্দ্রে ১হাজার ২শ’ ২৮ জন, ভোকেশনাল ২টি কেন্দ্রে ৪শ ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শাহরাস্তি উপজেলায় ৫টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৩ হাজার ২৮ জন। দাখিল পরিক্ষায় ২টি কেন্দ্রে ৭শ ৪৯ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কচুয়া উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৩ হাজার ৮শ ৬৬ জন। দাখিল পরিক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৫শ ১৯ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১শ ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব উত্তর উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৪ হাজার ১শ ৪৯ জন। দাখিল পরিক্ষায় ১টি কেন্দ্রে ৪শ ৯২ জন, ভোকেশনাল ২টি কেন্দ্রে ২শ ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণ উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ২ হাজার ৩৮ জন। দাখিল পরিক্ষায় ২টি কেন্দ্রে ৫শ ৯০ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ২শ ০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Loading

শেয়ার করুন: