চাঁদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস আলোচনা ও পুরস্কার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:

“গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা সরকারী গ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার বাতিঘর বলা হয় গ্রন্থাগারকে। গ্রন্থাগার ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র তার নাগরিকের পরিপূর্ণ শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে না। পাঠকদের চাহিদা আরো উন্নত করতে বর্তমান সরকার স্মার্ট গ্রন্থাগারকে বেছে নিয়েছে। তাই বিশাল অন্তহীন জ্ঞান সমুদ্রের মধ্যে জীবনকে জানার জন্য স্মার্ট গ্রন্থাগার হচ্ছে বর্তমান সময়ে সব মানুষের নির্ভরযোগ্য মাধ্যম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এ সময় সংশ্লিষ্ট অংশীজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা।  আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বছরের সেরা পাঠাগারের পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Loading

শেয়ার করুন: