চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। গতকাল ২৪ জুলাই চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার শ্রম কল্যাণ কেন্দ্রে জুলাই মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহ্নাজ, জেলা প্রশাসক চাঁদপুর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ, উপকারভোগী প্রমুখ।

প্রথমবারে জুলাই মাসের বিক্রয় কার্যক্রমে তেল, চিনি ও ডালের সঙ্গে মিলছে চাল। জুলাই মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল,২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা।

Loading

শেয়ার করুন: