চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু আজ

মেঘনা বার্তা রিপোর্ট ॥

চাঁদপুরে ২দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন আজ অনুষ্ঠিত হবে। চাঁদপুর স্টেডিয়ামে ২০ ও ২১ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ দিনব্যাপী ডিজিটাল মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এ ডিজিটাল মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানের আজ সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় ‘চতুর্থ শিল্প বিপ্লব এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। চতুর্থ শিল্প বিপ্লব এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ’ এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ড. এম মেজবাহ উদ্দিন সরকার।

এছাড়া মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর ৪টি প্যাভিলিয়নে ক্যাটাগরী ভিত্তিক ৭০টি স্টল স্থাপন করা হবে।

Loading

শেয়ার করুন: