চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ানের ইফতার মাহফিল অনুষ্ঠিত।মঙ্গলবার ১৯ মার্চ চাঁদপুরে ঢাবিয়ান কর্তৃক ইফতার মাহফিল চাঁদপুর শহরস্হ রসুইঘর রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম গাউস রাসেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, চাঁদপুরের সম্মানিত ডেপুটি ডিরেক্টর দেওয়ান মানোয়ার হোসেন, বিজ্ঞ আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট সেলিম আকবর, এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা রেজিস্ট্রার মহসিন আলম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান, হাজীগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ সহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় ১৫০ জন সাবেক শিক্ষার্থী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক জনাব সাইদুজ্জামান সোহেল, অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি, কার্যকরী সদস্য নাজমুস সাকিব, আনিসুর রহমান, মোঃ মমিনুল ইসলামসহ এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সুধীজন।
পরে সরকারি শিশু পরিবার, চাঁদপুরের এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।