চাঁদপুরে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও এক শিশু। সোমবার (২৭ মে) গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির বৃদ্ধা হালিমুন নেছা এবং তার নাতি ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২)। আরেক নাতনি গুরুতর আহত হালিমাকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, কুয়েতপ্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দাদি ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

শেয়ার করুন: