মনিরা আক্তার মনি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।
সোমবার ২৯ এপ্রিল সকাল সোয়া ১১ টায় প্রার্থীর নিজ বাড়ির আঙিনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন গাজী বলেন গতকাল সোমবার ২৯ শে এপ্রিল বিকেলে নির্বাচনী গণ সংযোগ কালে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের চেয়ারম্যান এর সমর্থক সোবহান সরকার শুভা চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ১০ টি মোটরসাইকেল, ১ টি সিএনজি ভাংচুর করে ।
তাদের হামলার শিকার বেশ কয়েক জন কর্মী সমর্থক । গুরুতর ১ জন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা মতলব মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন । চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন আরো বলেন এর আগেও ওই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে | বিষয়টি আমি জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসন ওস্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করিয়াছি ।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং অফিসার , জেলা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট ঊর্ধতন কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান। বার বার আমার নির্বাচনী প্রচারণায় নেককারজনক হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন ।