চাঁদপুরে বাংলা বর্ষবরণ উৎসব

চাঁদপুর জেলায় শুক্রবার শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠান চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে বাঙ্গালীর ঐতিহ্যকে তুলে ধরে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন মাহমুদ বিপিএম(বার), পুলিশ সুপার চাঁদপুরসহ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁদপুর, নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, জেলা আওয়ামী লীগ, আবু নঈম পাটওয়ারী দুলাল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, প্রফেসর অসিত বরণ দাশ, অধ্যক্ষ, সরকারি কলেজ চাঁদপুর, রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরাণ বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজন এবং লোকজ খেলার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়। সবশেষে আয়োজিত লোকজ খেলা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন।

Loading

শেয়ার করুন: